পত্নীতলায় কৃষি অধিদপ্তরের এনএটিপি ফেস-২ এর কৃষক-কৃষানির প্রশিক্ষণ

  08-11-2017 10:48PM

পিএনএস, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় কৃষি অধিদপ্তর আয়োজিত এনএটিপি ফেস-২ এর কৃষক-কৃষানির প্রশিক্ষণ বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক ড. আব্দুল আজিজ।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাপলা খাতুন প্রমূখ।

উপজেলার ১৫০জন কৃষক-কৃষানি উক্ত প্রশিক্ষণে গ্রহণ করে। পরে কৃষি অধিদপ্তর আয়োজনে উপজেলার গাহন গ্রামে আই,এফ,এম,সি কৃষক মাঠ স্কুল দিবস অনুষ্ঠিত হয়। গাহন মধ্যপাড়ায় অনুষ্ঠিত উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক ড. আব্দুল আজিজ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাপলা খাতুন, কৃষক আফজাল হোসেন সহ অন্যান্য কৃষক, কৃষানি প্রমূখ।

শেষে প্রধান অতিথি উপজেলার কাঞ্চন মাঠে স্বর্ণা-৫ ও ব্রি-৬২ জাতের ধান কর্তনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন