চিরিরবন্দরে টেকসই মাটি ব্যবস্থাপনা আইএফডিসি’র কৃষক প্রশিক্ষণ

  09-11-2017 04:45PM

পিএনএস, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর মহাবিদ্যালয় হলরুমেএ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন চিরিরবন্দর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো: মাহমুদুল হাসান। ফতেজংপুর ইউনিয়নের আদর্শ কৃষক আব্দুর রশিদের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) মৃত্তিকা বিজ্ঞানী মো: মাইনুল আহসান।

এতে স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফতেজংপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো:রবিউল ইসলাম ও মোছা: রোকসানা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী। সারাদিনব্যাপী এ প্রশিক্ষণে চিরিরবন্দর উপজেলা ফতেজংপুর কৃষি ব্লকের ২৫ জন কৃষক-কৃষাণী ও পাঁচজন খুচরা সার-বীজ ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জন অংশ নেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন