শেরপুরে শীতকালিন সবজিতে ভরে উঠেছে বাজার, কমছে দামও

  24-11-2017 08:40PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় শীতকালিন সবজিতে বাজার ভরে উঠেছে। গেল এক সপ্তাহধরে স্থানীয় বাজারগুলোতে সব ধরণের শীতকালিন সবজি পাওয়া যাচ্ছে। তাই সেই কাকডাকা সকালেই চাষীরা তাদের ক্ষেতের সবজি তুলে বাজারে আনছেন। ব্যাপারিদের আনাগোনাও বেশ চোখে পড়ার মত। এছাড়া আমদানি বেড়ে যাওয়ায় শীতকালিন সবজির দামও কমতির দিকে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, উত্তরাঞ্চলের সবজি মোকামের অন্যতম শেরপুর উপজেলা। এখানে বছরজুড়েই চলে সবজি চাষ। উপজেলার গাড়ীদহ, খামারকান্দি, খানপুর, কুসুম্বী ও সীমাবাড়ী ইউনিয়নের দেড় থেকে দুই শতাধিক গ্রামে কমবেশি সবজি চাষ করা হয়। তবে সবচেয়ে বেশি সবজি চাষ হয় গাড়ীদহ ও খামারকান্দি ইউনিয়নে। এই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকের প্রধান আবাদযোগ্য ফসল নানা জাতের সবজি চাষ। গ্রামগুলোর মধ্যে ফুলবাড়ি, চকপাথালিয়া, কালসিমাটি, গাড়িদহ, রামেশ্বরপুর, শিবপুর, দড়িপাড়া, বাংড়া, বোংগা, চন্ডিযান, দামুয়া, রানীনগর, জয়নগর, মহিপুর, রামনগর, কানুপুর উল্লেখযোগ্য।

স্থানীয় কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে প্রায় দুই হাজার হেক্টর জমিতে রকমারি সবজি চাষ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব এলাকায় কেউ তাদের জমির সবজি তুলছেন আবার অনেকে ক্ষেত পরিচর্যা করছেন। আবার কেউ নতুন জমি তৈরীতে ব্যস্ত। কথা হয় বাংড়া গ্রামের সবজি চাষী জাবেদ আলী, ফুলবাড়ির আমজাদ হোসেনের সঙ্গে। তারা জানান, এসব গ্রামে প্রায় সব ধরনের সবজির চাষ করা হয়। এখানকার কৃষকরা সবজি চাষে অনেকটা নিজেরাই অভিজ্ঞ।

এসব গ্রামে শীত-গ্রীস্ম বলে কথা নেই। বছরের বারো মাসই এখানে বিভিন্ন জাতের সবজির চাষ করা হয়। এরমধ্যে শিম, আলু, বেগুন, পটল, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মূলা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পেয়াজ, কাঁচা মরিচ, আদা, রসূন, হলুদ, কেশোর আলু, কলা চাষ উল্লেখযোগ্য। সবজি চাষী মোফাজ্জল হোসেন, মোয়াজ্জেম খানসহ একাধিক ব্যক্তি জানান, এসব গ্রামের উৎপাদিত রকমারি সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, সিলেট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, উত্তরাঞ্চল, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে যায়।

চাষীরা তাদের ক্ষেতের রকমারি শীতকালিন সবজি তুলছেন। একইসঙ্গে তা বাজারে বিক্রি করছেন। তবে শীতকালিন এসব সবজির দাম কমতির দিকে বলে জানা গেছে। এদিকে সবজি বিক্রেতা নবাব সিদ্দিক হোসেন, শফিকুল ইসলাম, আবদুল মান্নান, আনোয়ার হোসেন জানান, শুক্রবার স্থানীয় বাজারে প্রতি কেজি নতুন আলু ৮০টাকা, পুরাতন আলু ২০টাকা, ফুলকপি ৩০টাকা, বাঁধাকফি প্রতি পিচ ১৫-২০টাকা, শিম প্রতি কেজি ৮০টাকা, বেগুন ২৫-৩০টাকা, মূলা ২০টাকা, মরিচ ১০০টাকা, টমেটো ১০০টাকা, পিয়াজ নতুন ৬০টাকা, পুরাতন ৮০টাকা, বটবটি ৩০টাকা, মিষ্টি লাউ ৪০টাকা, জাত লাউ প্রতিপিচ ২৫-৩০টাকায় বিক্রি হচ্ছে বলে তারা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন