এক গাছে ৯ সবুজ কপি

  27-02-2018 05:13PM

পিএনএস ডেস্ক:একটি গাছে নয়টি কপি ধরেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কপিগাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগাড়া গ্রামের শমসের আলীর ক্ষেতে।

তিনি জানান, পেঁয়াজের বীজ বপন করার পর ওই ক্ষেতের মধ্যেই একটি কপিগাছ জন্ম নেয়। ধীরে ধীরে বড় হতে থাকে। এরপর সেই গাছে নয়টি সবুজ রঙের ফুলকপি ধরে। কপিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। একটি গাছে নয়টি কপি ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। কপিগাছটি দেখতে এখন অনেকেই সেখানে যাচ্ছেন।

খাটিয়াগাড়া গ্রামের আইয়ুব আলী জানান, তিনি গাছটি পরিচর্যা করেছেন। একটি গাছে নয়টি সবুজ রঙয়ের কপি ধরার বিষয়টি এই তার প্রথম দেখা। এ জন্য গাছটি ভালোভাবেই পরিচর্যা করে রাখা হচ্ছে। এলাকায় বিষয়টি জানাজানি হওয়ায় অনেক লোকজন দেখতে আসছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন