ডিমলায় পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন

  21-03-2018 10:51PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “আলোক ফাঁদ স্থাপন করি, ক্ষতি কর পোকা নিধন করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২১ মার্চ সন্ধ্যায় ১০ ইউনিয়নের ৩০ ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন উৎসব উদ্যাপন করা হয়।

উক্ত উৎসব উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আজাদ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, উদ্ভিত সংরক্ষণ অফিসার বাহা উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ঠ ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার, স্থানীয় প্রতিনিধি ও কৃষক-কৃষানীগণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকের কৃষি খাতে ব্যপক বিপ্লব ঘটাতে আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ ব্যতিত পরিবেশের ভারসাম্য ঠিক রেখে ফসলের ক্ষতিকর পোকা নিধন প্রক্রিয়ার উপযুক্ত মাধ্যম হচ্ছে আলোক ফাঁদ স্থাপন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন