বাগেরহাটে কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিতরণ

  23-03-2018 05:36PM

পিএনএস, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২২ মার্চ কৃষি অফিস চত্বরে চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভ‚মি) প্রিয়াংকা পাল। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ শারমিন শামীম ও তন্ময় দত্ত, উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ কর্মকর্তা মোল্লা হাবিবুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, মোঃ বেল্লাল হোসেন, বিপ্লব দাশ, সুমন বাগচী, দিপায়ন দাস, বিপুল রায়, বিপুল মজুমদার, বিপুল পাল সহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।

এদিন প্রতি কৃষককে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও সেচ সহায়তা বাবদ ৫শত টাকা প্রদান করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন