বেগুনি পাতা ধান চাষে দুলালী বেগমের বাম্পার ফলন

  13-07-2018 03:41PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গত মৌসুমে রামজীবন ইউনিয়নে কৃষি অফিসের তত্ত্বাবধানে নতুন বেগুনি পাতা ধান চাষ করে দুলালী বেগম ভাল ফলন পেয়েছে। ধানটি সম্পর্কে কৃষি অফিস বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এই ধানের অন্য বৈশিষ্ট্য দেখার জন্য উপজেলা কৃষি অফিসার স্থানীয় এক চাষীর জমি লিজ নিয়ে আমন মৌসুমেও এই ধান চাষ করার জন্য ইতোমধ্যেই বীজতলা তৈরি করেছেন। চারার বয়স ৩০ দিন হলে জমিতে রোপন করা হবে বলে কৃষি অফিস নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার আমন বীজতলা রোপন ভাল হওয়ায় জেলা প্রশিক্ষণ অফিসার শওকত ওসমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল ইসলাম পরিদর্শন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন