গরু মোটাতাজা করার পদ্ধতি

  22-07-2018 10:57AM

পিএনএস ডেস্ক : সামনে আসছে কোরবানির ঈদ। তাই গরু মোটাতাজা করার বিষয়টি নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। মোটাতাজা গরু বিক্রি করা লাভজনক। কম সময় ও কম পুঁজিতে গরু মোটাতাজা করার পদ্ধতি রয়েছে। তবে তা সময়মতো করতে হবে। আসুন জেনে নেই সে সম্পর্কেই-
মোটাতাজা করার সুবিধা

১. অল্প সময়ে (৪-৬ মাস) বেশি মুনাফা অর্জন করা যায়।
২. মূলধন বা পুঁজি দ্রুত ফেরত আসে।
৩. আর্থিক ক্ষতির ঝুঁকি কমে যায়।
৪. খরচের তুলনায় লাভ হয় বেশি।
৫. বেকারত্ব ও দরিদ্রতা দূর করা যায়।
৬. রোগব্যাধি কম হয়।
মোটাতাজা করার সময়
বছরের প্রায় সব সময়ই গরু মোটাতাজা করা যায়। তবে, এটার উপযুক্ত সময় ডিসেম্বর-জানুয়ারি বা জুন-জুলাই। এ সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে বলে রোগব্যাধি কম হয়। তবে বর্ষাকাল ছাড়া যে কোনো সময়েই করা যায়। তবে ঈদুল ফিতর বা ঈদুল আজহার ৩-৪ মাস আগে গরু মোটাতাজাকরণ শুরু করলে লাভবান হওয়া যায়।

মোটাতাজা করার পদ্ধতি
গরু মোটাতাজা করার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না। গরুকে আলাদা কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন হয় না। গরুর স্বাভাবিক পরিচর্যাই এর জন্য যথেষ্ট। এতেই স্বাস্থ্যের উন্নতি হয়ে গরু মোটাতাজা হয়ে যাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন