পঞ্চগড় জেলার দেবীগঞ্জে জলপাই চাষ বাড়ছে

  29-09-2018 03:38PM

পিএনএস ডেস্ক :পঞ্চগড়ে দিন দিন জলপাই চাষ বাড়ছে। জেলার দেবীগঞ্জে প্রতিদিন গড়ে প্রায় ৪ লাখ টাকার জলপাই বিক্রি হচ্ছে। মাসে হচ্ছে ১ কোটি টাকার ওপরে। প্রতি কেজি জলপাই প্রকারভেদে ১৮ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দেবীগঞ্জ থেকে প্রতিদিন ৫শ’ মণ বা তারও বেশি জলপাই কেনা হয়ে থাকে। কমপক্ষ্যে ১শ’ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা জলপাই কিনে বাইরের থেকে আসা ব্যবসায়ীদের নিকট বিক্রি করেন। প্রতিদিন ২টি করে ট্রাক জলপাই লোড করে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। ২০ টাকা কেজি হিসেবে মণ হয় ৮শ’ টাকা , ৫শ’ মণের দাম হচ্ছে ৪ লাক্ষ টাকা। এভাবে জলপাই বেচা-কেনা চলবে প্রায় ৩ মাস যাবত।

জেলার কৃষি কর্মকর্তারা জানায়, জলপাইর ক্রমবর্ধমান চাহিদা ভবিষ্যতে এ জেলার অর্থনীতিতে আরও ব্যাপক গতি সঞ্চার করবে।

উল্লেখ্য, জলপাই হচ্ছে একটি সিজিওনাল ভিটামিন সি ফল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন