ডিমলায় তিস্তাসীড্ কোম্পানী ভূট্টার বাম্পার ফলনের আশায় কৃষক

  19-01-2019 10:13PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “সঠিক চাষে সঠিক ফলন এক্কর প্রতি ১৪৫/১৫০ মণ ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলার কৃষকদের মাঝে তিস্তাসীড্ কোম্পানী ভূট্টার বাম্পার ফলনের সঞ্চার যোগাবে বলে মনে করেন এই উপজেলার কৃষকগণ। সড় জমিনে গিয়ে কথা হয় খালিশা চাপানী ইউনিয়নে তালতোলা মৌজার কৃষক মোঃ শফিকুল ইসলামের সাথে তিনি জানায়, এবার আমি দুই এক্কর জমিতে তিস্তাসীড্-১ ভূট্টা বপন করেছি। ভূট্টার গাছ মোটা ও সবল হয়ে উঠেছে। আল্লাহর রহমতে আশা করছি বিগত বছরের তুলনায় এবার অধিক লাভবান হব।

এ ব্যাপারে আরো কথা হয় ছাতুনামা, বাইশপুকুর কিশামত চর, টাপুর চর, কলনির কৃষকদের মধ্যে মোঃ আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আঃ হামিদ, শহিদুল ইসলাম, মোবারক প্রমূখ বলেন, তিস্তাসীড্ বীজ বপন থেকে এখন পর্যন্ত কোম্পানীর লোকজন সু পরামার্শ অব্যহত রাখছেন। কোম্পানীর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সাথে বীজের গুণগত মান সম্পর্কে জানতে চাইলে তিনি প্রতিবেদক কে বলেন, তিস্তা তিস্তাসীড্ কোম্পানীর বীজ গুনগত মান ভালো ও অধিক ফলন শীল। যদি প্রকৃতিক দূর্যোগ না আসে তাহলে আশা করি কৃষকগণ তাদের কাঙ্খিত ফসল পাবে। তাছাড়া কৃষকদের মাঝে এই কম্পানীর মার্কেটিং অফিসারগণ সু পরামার্শ প্রদানে মাঠে ছড়িয়ে রয়েছেন। আশা করি আমাদের কম্পানী বাজারের শীর্ষ স্থানে থাকবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন