নবাবগঞ্জে চলতি বোরো মৌসুমে ৭৫ হাজার মেঃ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন

  21-01-2019 04:29PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৭৫ হাজার ৪০৪ মেঃ টন চাল উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্র নির্ধারন করেছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্যানুসারে উপজেলায় চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৮ হাজার ৫৫০ হেক্টর জমি। এর মধ্যে ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে হাইব্রিড জাত এবং ১৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে উফশী জাতের বোরো ধান চাষাবাদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। হাইব্রিড জাতের বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৬৯৯ মেঃ টন চাল এবং উফশী জাতের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৮ হাজার ৭০৫ মেঃ টন চাল।

গত মৌসুমের চেয়ে চলতি বোরো মৌসুমে বোরো চাষের জমি ২৮৫ হেক্টর বাড়লেও হাইব্রীড জাতের চাষ কমেছে ৪২৫ হেক্টর জমি এবং উফশী জাতের চাষ বেড়েছে ৭১০ হেক্টর জমি। এদিকে চাষীরা বোরো চাষের জন্য জমি প্রস্তুত করা সহ রোপন কাজে ব্যাস্ত সময় পার করছেন।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন