কৃষক মেরে ভণ্ডামি চলবে না

  16-05-2019 02:24AM

পিএনএস ডেস্ক: পর্যাপ্ত দাম না থাকায় ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় মাটিতে ধান ঢেলে প্রতিবাদও জানানো হয়।

মানববন্ধনে উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী সুমন মোড়ল বলেন, এদেশের জনগণের ৪০ ভাগ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পর্কিত। অথচ কৃষকের ধানের মূল্য না দিয়ে যে জিডিপির কথা বলা হচ্ছে এটা এক ধরনের হঠকারিতা। তাই অবিলম্বে কৃষকের ধানসহ উৎপাদিত সব পণ্যের দাম নিশ্চিত করতে হবে।

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন- ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদ শাকী ও গণিত বিভাগের শিক্ষার্থী আভা প্রমুখ।

মানববন্ধন থেকে দাবি জানানো হয়, কৃষক মেরে উন্নয়নের নামে ভণ্ডামি করা চলবে না। ধানের দাম নিশ্চিত করো, কৃষকের উৎপাদিত পণ্যের দাম, চাউলের দাম নিশ্চিত করো। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন