হাটগুলোতে ধানের দর বেড়েছে: খাদ্যমন্ত্রী

  07-06-2019 05:49PM

পিএনএস ডেস্ক : সরকারি খাদ্যগুদামে সংগ্রহ করায় হাটগুলোতে ধানের বাজার দর বেড়েছে। ঈদের আগে ও পরে প্রতি মণ সরু ধানের দর বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। ঈদে নিত্যপণ্যের দর ছিলো স্থিতিশীল। এখনও সাধারণ ক্রেতার ক্রয়সাধ্যেই রয়েছে।

শুক্রবার দুপুরে নওগাঁয় নিত্যপণ্যের বাজার দর পরিস্থিতি দেখতে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাজারে গিয়ে মাছ মাংস ও অন্যান্য পণ্যের দর যাচাই করেন তিনি। এসময় সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামীতে কৃষককে ধান নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। সারাদেশে দ্রুত অত্যাধুনিক প্যাডি সাইলো নির্মাণ করতে যাচ্ছে সরকার। গুদামগুলো নির্মাণ হলে মওসুমের শুরু থেকেই সংগ্রহ চলবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারিভাবে কঠোর নজরদারি থাকবে বলেও জানান মন্ত্রী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন