নবাবগঞ্জে ২১ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ

  06-10-2019 05:44PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চলতি রোপা আমন মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২১ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন।বর্তমানে রোপা আমন ফসলের মাঠে মাঠে সবুজের সমারোহে পরিণত হয়েছে। মাঠগুলি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লিলা ভুমি হয়ে উঠেছে। যে দিকে চোখ যায় সেদিকে সবুজ আর সবুজ। কৃষকেরা জানান এই এলাকায় খরা কিংবা বন্যার তেমন কোন প্রভাব না থাকায় তারা যথা সময়ে রোপা আমন চাষ করতে পেরেছে। ফলে চাষাবাদের বর্তমান অবস্থা বেশ ভাল দেখা যাচ্ছে এবং প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে তারা ভাল ফলন পাবারও আশা করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুরেজা মোঃ আসাদুজ্জামান জানান শস্য ভান্ডার হিসাবে পরিচিত এই উপজেলা এলাকায় কৃষকেরা রোপা আমন চাষে তেমন কোন বাধার সম্মূখিন হয় নাই। রাসায়নিক সার সংকট কিংবা খরা বা বন্যা কি তা কৃষকেরা বলতে গেলে বুঝতেই পারে নাই। যথা সময়ে তারা চাষাবাদ করতে পেরেছে। কৃষি বিভাগের কৃষি বিভাগ সার্বক্ষনিক কৃষক ভাইদের বিভিন্ন ভাবে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে। উপজেলার শ্যামপুর গ্রামের কৃষক আঃ মান্নান ও লোকা গ্রামের কৃষক নুরুজ্জামান জানালেন বর্তমানে আমন ফসলের অবস্থা ভাল রয়েছে। বেড়ামালিয়া গ্রামের কৃষক মাহবুব আলম মিলন জানালেন ফসলের অবস্থা আপাতত ভাল রয়েছে। তবে ফসলে ইঁদুরের আক্রমন হচ্ছে এবং ধান গাছ কেটে তছুরপাত করছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন