২০ হাজার টাকার সবজি লাখ টাকায় বিক্রি

  26-01-2020 03:47PM

পিএনএস ডেস্ক: ‘দরিদ্র বাবার সংসারের ঘানি টানতে গিয়ে লেখাপড়া করতে পারিনি। তাই সবজি চাষে মনযোগ দেই। চলতি মৌসুমে ২০ হাজার টাকা খরচ করে প্রায় লাখ টাকার সবজি বিক্রি করেছি।’

সবজি চাষ করে স্বাবলম্বী চাষি আব্দুল হক তালুকদার এভাবেই তার সফলতার কথা জানালেন। ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউপির গাবখান গ্রামে তার বাড়ি।

তিনি বলেন, সামর্থ্য না থাকায় প্রথমে অন্যের জমিতে চাষ করতাম। পরে দুই বিঘা জমি নিয়ে চাষ শুরু করি। বাজারে চাহিদা ভালো থাকায় ফুলকপি, বাঁধাকপি, ম্যাজিক শিম, শসা, পেঁপে, কুমড়া, মুলা, লাল শাক, টমেটো ও লাউসহ বিভিন্ন সবজি চাষ করি। এসব সবজি বাজারে বিক্রি করে বেশ লাভ হয়।

তিনি আরো বলেন, এখন সারা বছর আমার জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। সবজি চাষ করে বর্তমানে সংসার চলে। জমিও কিনেছি।

স্থানীয়রা জানান, আব্দুল হক থেকে গ্রামের অনেকেই সবজি চাষে অনুপ্রাণিত হয়েছেন। পাইকারি ব্যবসায়ীরা তার কাছ থেকে সবজি কিনে বাজারে বিক্রি করেন।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার বলেন, কারো সফলতার গল্প আমার জানা নেই। চাষাবাদ করতে গিয়ে যদি কোনো চাষির সমস্যা হয়, তাহলে আমার সহযোগিতা করে থাকি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন