দেশে খাদ্য সংকট দূর হয়েছে : কৃষিমন্ত্রী

  20-02-2020 09:17PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খাদ্য সংকট দূর করা হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এক সময় খাদ্যের নিরাপত্তার জন্য অনেক যুদ্ধও হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন : খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘খাদ্য ঘাটতির জন্য পৃথিবীতে অনেক মাইগ্রেশন হয়েছে। আর খাদ্যের নিরাপত্তার জন্য অনেক যুদ্ধও হয়েছে। এদেশেও খাদ্য নিয়ে একসময় মানুষ অনেক কষ্ট করেছে। ক্ষমতায় আসার পর খাদ্য সংকট দূর করাই আমাদের উদ্দেশ্য ছিল। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া প্রত্যেকটা লক্ষ্যেই আমরা ভালো করেছি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। সরকারও এ বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্যও সরকার অনেক কাজ করেছে। চাষীদের ঋণ দেওয়াসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা সারের দাম কমিয়েছি। কৃষককে বিভিন্ন সুযোগ-সুবিধা করে দিয়েছি। এজন্য কৃষিখাতে বিরাট পরিবর্তন হয়েছে।’

জলবায়ু পরিবর্তন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এছাড়া নিরাপদ ও পুষ্টিজাতীয় খাবারের নিশ্চয়তাও এখন আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও আমরা করবো। মানুষ যাতে পুষ্টিজাতীয় খাবার খেতে পারে সেজন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।’

দেশকে অস্থিতিশীল না করতে বিরোধীদলের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজ্জাক বলেন, ‘খাদ্য নিরাপত্তার আগে মানুষের নিরাপত্তা দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। তাই আরেকটা নির্বাচন পর্যন্ত বিরোধীলকে অপেক্ষা করতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন আইডিবিবির সভাপতি এ কে এম এ হামিদ। বিসিজেএফ সভাপতি কাওসার রহমানের সঞ্চালনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, বিসিজেএফর সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন