নবাবগঞ্জে বোরো ফসলের মাঠে সবুজের সমারোহ

  12-04-2020 09:31PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় বোরো ফসলের মাঠে মাঠে সবুজের সমারোহে পরিণত হয়েছে। মাঠগুলি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লিলা ভুমিতে পরিণত হয়েছে। যে দিকে চোখ যায় সেদিকে সবুজ আর সবুজ। কৃষকেরা জানান চলতি বোরো মৌসুমে এই এলাকায় সার বীজ ও সেচের তেমন কোন সমস্যা না থাকায় তারা যথা সময়ে বোরো চাষ ও পরিচর্জা করতে পেরেছে। ফলে মাঠে চাষাবাদের বর্তমান অবস্থা বেশ ভাল দেখা যাচ্ছে এবং তারা ভাল ফলন পাবারও আশা করছে। তারা সম্প্রতি করোনা ঝুঁকিতে কিছুটা শংকিত থাকলেও এবারে বোরো নিয়ে তাদের মাঝে তেমন শংকা নাই। কারন এবারে বোরো ফসলে তেমন কোন বালাই দেখা যায় নাই। যদি প্রাকৃতিক কোন দূর্যোগ না ঘটে তাহলে তারা বোরো ফসলের ভাল ফলন পাওয়ার আশা করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান জানান শস্য ভান্ডার হিসাবে পরিচিত এই উপজেলা এলাকায় কৃষকেরা বোরো ফসল চাষে তেমন কোন বাধার সম্মূখিন হন নাই। সার বীজ ও সেচের কোন সমস্যায় কৃষকেরা বলতে গেলে বুঝতেই পারে নাই। যথা সময়ে তারা চাষাবাদ করতে পেরেছে। কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা ফসলের সঠিক পরিচর্যা করায় আপাতত মাঠের ফসলে কোন সমস্যা দেখা যায়নি। তিনি বলেন এলাকার ফসলের মাঠে কিট-পতঙ্গ ও বালাই নিরোধের লক্ষ্যে কৃষকদের কিট নাশক ব্যবহার না করে পার্চিং ও পার্চিংয়ের উপকারিতা ও কার্যকারিতা বিষয়ে সচেতন করা সহ পার্চিং করা হয়েছে। তিনি জানান চলতি মৌসুমে উপজেলা এলাকায় ১৭ হাজার ৪৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। নির্ধারিত জমির মধ্যে হাইব্রীড ৩ হাজার ১২৫ হেক্টর ও উফশী ১৪ হাজার ৩৩০ হেক্টর জমি রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হাইব্রীড হেক্টর প্রতি ৪.৭৩ মেঃ টন চাল এবং উফশী ৪.১২ মেঃ টন চাল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন