বকশীগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  14-04-2020 04:12PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিানমূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে সোমবার উপজেলার ৫০০ কৃষককে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বীজ ও সার বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ , কৃষিবিদ শহীদুজ্জামান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

করোনাভাইরাসের কারণে জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে ৫০০ কৃষকের হাতে বীজ ও সার বিরতণ করবে কষি দপ্তর।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন