নাঙ্গলকোটে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল স্বেচ্ছাসেবী সংগঠন

  21-04-2020 08:10PM

পিএনএস ডেস্ক: চলমান করোনা পরিস্থিতিতে এবার কুমিল্লার নাঙ্গলকোটের গ্রামীণ জনপদে শ্রমিক সঙ্কটে পড়া কয়েকজন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ‘সোস্যাল হেল্প অর্গানাইজেশন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ মঙ্গলবার উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া গ্রামের সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দেন তারা। তাদের এমন মানবিক উদ্যোগ বেশ সাড়া জাগিয়েছে।

জানা যায়, করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গের শ্রমিক না আসায় বড় তুগুরিয়া গ্রামের কয়েকজন কৃষক শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। কৃষকদের সমস্যার কথা জানতে পেরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোস্যাল হেল্প অর্গানাইজেশন’ কয়েকজনের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। এতে অংশ নেন, সংগঠনের সভাপতি আশিক মজুমদার, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম (মিহির), কোষাধ্যক্ষ শাওন মজুমদার, সহ-প্রচার সম্পাদক নেওয়াজ শরীফ, মনির হোসেন, কার্যকারী সদস্য মাইন উদ্দিন বাপ্পী, সদস্য মিনাজুল ইসলাম শাকিল, নাজমুল, সালমান, বাদশা, বাবর প্রমুখ।

সোস্যাল হেল্প অর্গানাইজেশনের সভাপতি আশিক মজুমদার ও সহ-সভাপতি মিনহাজুল ইসলাম জানান, চলমান করোনা পরিস্থিতিতে সংগঠনের উদ্যোগে গ্রামীণ এলাকায় জনসচেতনতায় বিভিন্ন কার্যক্রম, সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে শ্রমিক সঙ্কটে পড়া কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়াসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে বলে তারা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন