চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠা নামার নতুন রেকর্ড

  05-09-2017 01:17AM

পিএনএস ডেস্ক:এক মাসে কনটেইনার ওঠানামায় নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গেল আগস্ট মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে মোট দুই লাখ ৩০ হাজার ৭২৫ একক পণ্য ওঠা-নামা হয়েছে, যা এর আগের রেকর্ডকে ভেঙেছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে দুই লাখ ১৮ হাজার ৮৭৮ একক কনটেইনার ওঠানামার রেকর্ড ছিল। বহির্নোঙরে ব্যাপক জাহাজ জট, জেটিতে কনটেইনার জাহাজ জট, ইয়ার্ডে উপচে পড়া কনটেইনার নিয়ে বন্দর ব্যবহারকারীদের তোপের মুখে থাকা চট্টগ্রাম বন্দর এই নতুন রেকর্ড গড়ল।

জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম কালের কণ্ঠকে বলেন, পণ্য ওঠানামায় নতুন যন্ত্রপাতি যোগ হওয়া, বন্দরের ভেতর কনটেইনার রাখার স্থান বৃদ্ধি পাওয়া, কাস্টমস কর্মকর্তার পদায়ন, পণ্যের দ্রুত স্ক্যানিং এবং সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বন্দর খোলা রাখার ফলে এই নতুন রকর্ড গড়েছে।

বন্দর সূত্র জানায়, বিগত ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয় ২৪ লাখ ১৯ হাজার একক। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে এ পরিমাণ ছিল ২১ লাখ ৮৯ হাজার কনটেইনার। প্রতিবছর কনটেইনার ওঠানামা ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন