চালের দাম কমার আশা নেই

  16-09-2017 02:28AM

পিএনএস ডেস্ক: চালের দাম কমার কোনো আশা দেখছেন না ক্রেতা-বিক্রেতারা। উল্টো দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এ অবস্থায় চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা।

চাল ছাড়া চলে না একদিনও। অথচ এই নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কোরবানির ঈদের পরে সব ধরনের চালের দাম কেজিপ্রতি আট থেকে ১০ টাকা বৃদ্ধির খবরটি সবার জানা। সামনে চালের দাম আরো বাড়তে পারে এমন শঙ্কা এবার ছড়াচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। তাই মোহাম্মদপুরের এই চালের আড়তগুলোতে খুচরা বিক্রেতাদের পাশাপাশি আসছেন সাধারণ ক্রেতারাও।

বিক্রেতারা বলছেন, এখন যে দামে তারা চাল বিক্রি করছেন, দুই-একদিন পরে তাদের আরো বেশি দামে বিক্রি করতে হবে। কেননা তাদের এখন কিনতে হচ্ছে বেশি দামে। চালের দাম বৃদ্ধির জন্য মিলারসহ সিন্ডিকেটকে দায়ী করেন তাঁরা।

আড়তদারদের অভিযোগ, বাড়তি দাম দিয়েও মিলারদের কাছে চাল পাওয়া যাচ্ছে না। আবার দামের অস্থিরতা দেখে নিজে থেকেই চাল কেনা বন্ধ রেখেছেন অনেক আড়তদার। চালের বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ তাঁদের।

আগামী মঙ্গলবার তিন মন্ত্রীর সঙ্গে মিলারসহ ব্যবসায়ীদের বৈঠক চালের বাজারে স্বস্তি আনতে ভূমিকা রাখবে বলে আশা বিক্রেতাদের।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন