বেনাপোল স্থল বন্দরে শুরু আমদানি রফতানি

  10-11-2017 05:07PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে অস্ত্র উদ্ধারের ঘটনায় এক সিএন্ডএফ কর্মচারীকে হয়রানি মূলক আটকের প্রতিবাদে সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের ডাকা কর্মবিরতি সামায়িক স্থগিত করা হয়েছে। ফলে শুরু হয়েছে আমদানি রফতানি। বেনাপোল কাষ্টম কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানান সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান।

বন্দর সংশ্লিষ্ট সুত্রে জানায়, গত বুধবার রাতে বন্দর টার্মিনালে একটি কাগজ বোঝায় ট্রাকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায়। ১টি অস্ত্র ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন বেনাপোল সনিয়া এন্টার প্রাইজের কর্মচারী মিকাইলকে আটক করে পুলিশ। প্রতিবাদে গত বৃহস্পতিবার তাকে নি:শ্বার্থ মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করে। বন্ধ হয়ে যায় আমদানি রফতানি। এদিন বিকালে কাষ্টম কমিশনারের সাথে বৈঠকের পর সোমবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়।

বেনাপোল বন্দর পরিচালক আমিনুর রহমান জানান,গত বৃহস্পতিবার সন্ধার পর থেকে শুরু হয়েছে আমদানি রফতানি। শুক্রবার সকালে ৮৮টি খালি ট্রাক ভারতে ফিরে গেছে বলে জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন