ইরানের পরমাণু বিষয়ে রাশিয়ার সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র

  29-11-2017 05:16PM


পিএনএস ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ল্যাভরভ বলেন, আমরা যেসব গুরুত্বপূর্ণ চুক্তিকে বহুপাক্ষিক গঠনমূলক সহযোগিতার আদর্শ হিসেবে মনে করি বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা- তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর ইরানের পরমাণু সমঝোতাকে ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে অভিহিত করে বলেন, এটি সংশোধন করা না হলে তিনি আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নেবেন।

ইউরোপীয় ইউনিয়নসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে। এমনকি বিভিন্ন মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞও প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে অপরিপক্ক বলে বর্ণনা করেন।

পিএনএস/আল আমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন