আজ ছয় কোম্পানির এজিএম

  11-12-2017 10:49AM

পিএনএস ডেস্ক:পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া ছয়টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ (সোমবার)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, খুলনা পাওয়ার, আরামিট লিমিটেড, নাভানা সিএনজি এবং আরামিট সিমেন্ট।


আফতাব অটোমোবাইলস : প্রকৌশল খাতের এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএমে এ লভ্যাংশসহ কোম্পানির অন্যান্য আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন। এজিএম সকাল সাড়ে ৯টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।

ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস : বিদ্যুৎ ও জ্বালানি খাতের এ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লভ্যাংশসহ কেম্পানির আর্থিক প্রতিবেদন আজকের এজিএমে অনুমোদন করবেন শেয়ারহোল্ডাররা। এজিএম বেলা ১১টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

খুলনা পাওয়ার : বিদ্যুৎ ও জ্বালানি খাতের এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লভ্যাংশসহ কোম্পানির আর্থিক অবস্থা শেয়ারহোল্ডাররা এজিএমে অনুমোদন করবেন। এজিএম বেলা ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার ৪ নম্বর হলে অনুষ্ঠিত হবে।

আরামিট লিমিটেড : বিবিধ খাতের এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশসহ কোম্পানির আর্থিক প্রতিবেদন এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন। এজিএম বেলা ১১টায় চট্টগ্রামের চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হবে।

নাভানা সিএনজি : প্রকৌশল খাতের এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লভ্যাংশসহ কোম্পানির আর্থিক প্রতিবেদন এজিএমে শেয়ারহোল্ডারা অনুমোদন করবেন। বেলা সাড়ে ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় এ এজিএম অনুষ্ঠিত হবে।

আরামিট সিমেন্ট : সিমেন্ট খাতের এ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তসহ কোম্পানির আর্থিক অবস্থা শেয়ারহোল্ডাররা এজিএমে অনুমোদন করবেন। এজিএম দুপুর ১২টায় চিটাগাং ক্লাব, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন