গরুর মাংস ৪৫০ ও মহিষ ৪২০ টাকা নির্ধারণ

  14-05-2018 05:57PM

পিএনএস ডেস্ক : আসছে রমজানে প্রতি কেজি গরুর মাংসের দাম ৪৫০ টাকা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ সোমবার নগরভব‌নে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সিটি করপোরেশনের পক্ষ থেকে এই দাম নির্ধারণের ঘোষণা দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে রমজানে দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৫০ টাকা, বিদেশি বোল্ডার গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা, খাসির মাংসের কেজি ৭২০ টাকা নির্ধারণ করা হয়।

বৈঠকে সিটি করপোরেশন থেকে মাংস ব্যবসায়ীদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হ‌য়। নির্দেশনা অনুসারে রমজানে জবাইখানায় সিটি করপোরেশনের বিধি অনুযায়ী স্বাস্থ্যসম্মত ও হালাল উপায়ে পশু জবাই, বাসি-পচা মাংস বিক্রি না করা, দোকানে মাংসের ওজন পরিমাপের জন্য ডিজিটাল মেশিন ব্যবহার করা, নিজস্ব ব্যবস্থাপনায় সব বর্জ্য অপসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রাখা ও মাংসের মূল্যতালিকা দেখা যায় এমন স্থানে রাখতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র সাঈদ খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জা‌হিদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব র‌বিউল আলম।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন