রমজান মাসের সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন

  25-05-2018 02:22AM



পিএনএস ডেস্ক: দেশে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পবিত্র রমজান মাসে সাময়িকভাবে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত গ্রহণ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

সরকারি এ সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সিএনজি স্টেশনকে প্রতিদিন উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়।

পেট্রোবাংলার জনসংযাগ বিভাগের ব্যবস্থাপক তারিকুল ইসলাম খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিসমূহের ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রাহক তথা জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে গত ৩ মে রাজধানীর বিদ্যুৎ ভবনে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন