রাশিয়ার স্টার্ট আপ ভিলেজে বাংলাদেশি উদ্ভাবকরা

  02-06-2018 03:13PM

পিএনএস : গত ৩১শে মে থেকে ১লা জুন প্রথম বারের মতো রাশিয়ার স্টার্টআপ ভিলেজে অংশ নিয়েছে বাংলাদেশ। রাশিয়া ও সি আই এস অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্য আয়োজিত সবচেয়ে বড় মেলা এই স্টার্টআপ ভিলেজ যা প্রতিবছর রাশিয়ার স্কোলকোভো শহরে অনুষ্ঠিত হয় মেলায় অংশ নিয়েছে সারা পৃথিবী থেকে নামী দামী আইটি কোম্পানি স্কোলকোভো ফাউন্ডেশন আয়োজিত মেলায় প্রথম বারের মত অংশগ্রহণ কারী ডিজিটাল প্রেসক্রিপশন সফটওয়্যার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে ডিজিটাল প্রেসক্রিপশন এমন একটি সফটওয়্যার যেটি ব্যাবহারের ফলে ডাক্তারগন খুব সহজে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল যে কোন ডিভাইস এর মাধ্যমে প্রেসক্রিপশন তৈরী করতে পারে।

এই সফটওয়্যার টি ব্যাবহার করলে বিশেষজ্ঞ ডাক্তারগন সফটওয়্যার মধ্যে প্রোয়জনীয় সকল তথ্য ও ডাটা খুব সহজে পেয়ে যাবেন।


এ বিষয়ে ডিজিটাল প্রেসক্রিপশন এর উদ্যোক্তা ও ইনফোকেয়ার এর সি,ই,ও আনিসুর রহমান বলেন, আমরা খুবই আনন্দিত বাংলাদেশের আইসিটি মন্ত্রনালয়ের সহযোগিতায় ডিজিটাল প্রেসক্রিপশন সফটওয়্যারটি আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে পেরেছি। এজন্য তিনি আইসিটি মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন