সূচকের উত্থানে দুই পুঁজিবাজারে লেনদেন

  22-01-2019 02:23PM


পিএনএস ডেস্ক: এক দিন পর আবার ঊর্ধ্বমুখী দেশের দুই পুঁজিবাজার। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮৭৪ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮০ পয়েন্ট। গত কার্যদিবস লেনদেন শেষে সূচকটি ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮ হাজার ৩৪ পয়েন্টে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩৩২ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫৫টির, অপরিবর্তিত আছে ৪২টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ব্যাংক লিমিটেড, বঙ্গজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, জেএমআই সিরিঞ্জেস ও লিগ্যাসি ফুটওয়্যার।

গতকাল সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫৮৫৯ পয়েন্টে। মোট লেনদেন হয় ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন