কারখানাগুলো আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী

  01-09-2019 09:53PM

পিএনএস ডেস্ক : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের মিল কারখানাগুলোকে আধুনিকায়ন করা হবে। মিল কারখানাগুলো যেন বন্ধ না হয় এবং বিদেশিদের ওপর আমাদের নির্ভরশীল হতে না হয় সে ব্যবস্থা নেবে সরকার।

রোববার দুপুরে কুষ্টিয়ায় অবস্থিত রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর লিমিটেড পরিদর্শন শেষে মন্ত্রী মন্তব্য করেন।

তিনি আরো বলেন, কুষ্টিয়ার রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর লিমিটেড একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশের চিনিকলগুলোতে যন্ত্রাংশ সরবরাহ করা হয়ে থাকে। আমরা পরিকল্পনা করে টেকনিক্যালভাবে এই প্রতিষ্ঠানটি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এছাড়াও সম্মিলিত প্রচেষ্টায় চিনিশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। কী কী কারণে চিনিশিল্পের লোকসান হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সহিদুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন প্রমুখ।

পরে মন্ত্রী কুষ্টিয়া চিনিকল পরিদর্শন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন