করোনাভাইরাসের প্রভাব ব্যবসা-বাণিজ্যে পড়বে না : বাণিজ্যমন্ত্রী

  31-01-2020 09:36PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাস নিয়ে আপাতত ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘চীনে যারা আছেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত আমাদের দেশে করোনাভাইরাসের কোনো রোগী শনাক্ত হয়নি। যদি কখনো হয় তখন সেটিকে মোকাবেলার জন্য সব প্রস্তুতি নেওয়া আছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অহংকার ছাত্রলীগ। তাদেরকে সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। কোনো ধরনের টেন্ডারবাজি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পড়াশুনার পাশাপাশি সরকারের সব উন্নয়ন কার্যক্রম ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘রমজান উপলক্ষে ১৫ দিন আগে থেকেই ৩০ হাজার টন তেলসহ ছোলা, পেঁয়াজ ও প্রয়োজনীয় নিত্যপণ্য পাঁচ থেকে সাত গুণ মজুদ রাখা হবে। যদি কেউ সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেষ্টা করে তা কঠোরভাবে দমন করা হবে।’

জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা ডালিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন