ইতালিতে শিথিল লকডাউন

  05-05-2020 06:57AM

পিএনএস ডেস্ক: দুই মাস লকডাউনের পর সোমবার শিথিল করা হয়েছে লকডাউন। এত দীর্ঘ সময় ধরে দেশটি লকডাউন থাকায় নতুন মৃত্যুর হার কমেছে। খবর ব্লুমবার্গ

বেসামরিক নিরাপত্তা সংস্থার তথ্য মতে, রোববার ইতালিতে ১৭৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যেখানে আগের দিনই মৃত্যু হয়েছিল ৪৭৪ জনের।নতুন করে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। শনিবার ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল, রোববার তা নেমে দাঁড়ায় ১ হাজার ৩৮৯ জনে।

ইউরোপের সবচেয়ে লম্বা লকডাউন চলাকালে ইতালিতে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৪ জনের, বিশ্বে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি তাদের।

বলা হচ্ছে ১০ মার্চ থেকে ইতালিতে মৃত্যুর হার কমতে শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী লকডাউন বাস্তবায়ন করায় মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ১০ হাজার ৭১৭ জন আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮১ হাজার ৬৫৪ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুরো দেশের মানুষকে ঘরে রাখার আদেশ দেয়া এটিই প্রথম দেশ।

দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোন্তে বলেছেন, সক্রমণের সামঞ্জ্যতার ওপর নির্ভর করে লকডাউন পুরোপুরি তুলে নেয়া হবে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন