আতিউর রহমানের পদত্যাগ নিয়ে যে চারটি প্রশ্ন তুললেন আসিফ নজরুল

  15-03-2016 10:49PM

পিএনএস: ডঃ আতিউরের পদত্যাগে অভিনন্দনের নাকি বন্যা বয়ে যাচ্ছে । গুড। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে ।

একঃ উনি কি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি করতে বাধ্য হয়েছেন?

দুইঃ কেন তিনি এতদিন ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনা লুকিয়ে রাখলেন, কেন এই বিপর্যয়ে দেশব্যাপী সোরগোলের সময়েও তিনি এতদিন বিদেশে ছিলেন?
এসব প্রশ্নের উপযুক্ত জবাব দেয়া থেকে কি উনি পদত্যাগ করে অব্যাহতি পেলেন? (তিনি আজ এসর প্রশ্নের যে উত্তর সাংবাদিকদের দিয়েছেন তা আমার কাছে একদমই গ্রহণযোগ্য মনে হয়নি)।

তিনঃ তার পদত্যাগের ডামাডোলে ৮০০ টাকা লোপাটের জন্য আমাদের উদ্বেগ কি সুকৌশলে ধামাচাপা দেয়া হবে?

চারঃ এই ঘটনার প্রকৃত রহস্য আসলেও দেশের মানুষকে জানানো হবে কি? নাকি ডঃ আতিউরকে কেবলি স্কেপগোট বানানো হল অন্য কাউকে কাউকে বাঁচানোর জন্য?

বাংলাদেশ ব্যাংক বা সোনালি, পূবালী ব্যাংক আমাদের জনগনের ব্যাংক। আমাদের হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে লোপাট হওয়া বন্ধ হবে কবে?



পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন