২ লাখ ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

  09-01-2018 09:17PM

পিএনএস : সুনামগঞ্জের তাহিরপুরে ২ লাখ ভারতীয় রুপিসহ এক হুন্ডি ব্যবসায়ী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের সুরুজ মিয়ার ছেলে সীমান্তবর্তী চানঁপুর বাজারের স্টেশনারী ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তার সহযোগী পার্শ্ববর্তী বড়গোপ টিলার আলাউদ্দিনের ছেলে রাশিদ মিয়া।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুর মঙ্গলবার সন্ধ্যায় জানান, এসআই ইমাম হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে মঙ্গলবার সন্ধ্যায় বিল্লালের কাছ থেকে বাংলাদেশি টাকার বিনিময়ে এক লাখ ৯৯ হাজার তিনশ’ ভারতীয় রুপী ক্রয় করে।এ সময় বিল্লালের হেফাজত থেকে বাংলাদেশি মুদ্রা এক লাখ পাঁচ হাজার টাকাও উদ্ধার করা হয়। এরপরই বিল্লাল ও তার অপর সহযোগী রাশিদকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

বিল্লাল কয়েক বছর ধরেই সীমান্তের এপার-ওপারের চোরাচালানীদের কাছে ভারতীয় রুপি লেনদেন করে আসছিলো বলে ডিবির অভিযানে নেতৃত্ব দেয়া এসআই ইমাম নিশ্চিত করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন