নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানে মামলা

  14-01-2018 01:33AM

পিএনএস ডেস্ক: রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় র্যাবের ‘জঙ্গি বিরোধী’ অভিযানের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার র্যাবের পক্ষ থেকে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬ এর উপধারা (২)/৮/৯/১০/১২/১৩ ধারায় এ মামলা রুজু করা হয়। মামলা নং-১০।

শুক্রবার পশ্চিম নাখালপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রুবি ভিলা নামে একটি বাড়িতে র্যাবের অভিযানে তিন জঙ্গি নিহত হয়। এছাড়া র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে বাড়িটি থেকে গ্রেনেড, সুইসাইডাল ভেল্ট ও পিস্তল উদ্ধার করা হয়।

অভিযান শেষে র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, বাড়িটির ভেতরে তিন জঙ্গির মরদেহ পাওয়া গেছে। সম্ভবত তারা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে অাত্মহত্যা করছেন। জঙ্গিরা জাহিদ নামের একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাসাটি ভাড়া নিয়েছিল। নিহতরা সবাই ২০-৩০ বছরের যুবক।

এর আগে শুক্রবার মধ্যরাতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে পশ্চিম নাখালপাড়ার ৬ তলা ওই বাড়ি ঘিরে অভিযান শুরু করে র্যাব। অভিযান চলাকালে ভেতরে ৫ তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সকাল ৭টার দিকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে কাজ শুরু করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন