এবার ফেসবুকে গণিতের প্রশ্ন!

  10-02-2018 05:44PM

পিএনএস ডেস্ক:মাধ্যমিক পরীক্ষায় এবার গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেড় ঘণ্টা আগেই মিলল গণিত পরীক্ষার প্রশ্নপত্র।

আজ শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে কয়েকটি ফেইসবুক গ্রুপে দেওয়া হয় গণিতের বহুনির্বাচনী 'খ' সেট 'চাঁপা' নামের প্রশ্নপত্রের উত্তরসহ ছবি। পরে গণিত পরীক্ষার প্রশ্নপত্রের সাথে ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার সাংবাদিকদের জানান, আপনার কাছে কি তথ্য আছে এক ঘণ্টা আগে ফাঁস হয়েছে? আমরাও পেয়েছিলাম প্রশ্ন, কিন্তু সেটা তো মেলেনি, ফেইক প্রশ্ন ছিল।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় গণিতসহ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগেই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রশ্নফাঁস এদেশে নতুন কিছু নয়। এইচএসসি, এসএসসি, জেএসসি, জেডিসি এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়ে আসছে গত কয়েক বছর ধরে। যদিও শিক্ষা মন্ত্রণালয় বরাবরই ফাঁসের বিষয়টি অস্বীকার করে আসছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন