ভয়ঙ্কর কমলা, কি খাচ্ছি আমরা?

  22-02-2018 03:12PM

পিএনএস ডেস্ক: বুদ্ধি আর জ্ঞানের সুচতুর মিশেল। তবে কৌশলটা কল্যাণকর কিনা দেখতে হবে। আজ এক ফলঅলা কাছে ডেকে বুঝিয়ে দিলেন মুঠোয় আপেল নিয়ে বুড়ো আঙুল ঘষা দিলে যদি দ্রুত পিছলে যায়,

বুঝে নিতে হবে তাতে ‘মোম পলিশ’ রয়েছে। এই মোমের প্রলেপ আমদানিকৃত আপেলের স্থায়ীত্ব বাড়ায়। আগে থেকেই ভাসা ভাসা জানতাম, বিশ্বাসও করলাম এবার। আপেল পেলেই কামড় বসানো মানে মোমের প্রলেপসহ ফল ভক্ষণ।

কিসে কি প্রয়োগ করা হয় এটি জানা খুব দরকার। আজই প্রথম দেখলাম কমলায় বিশেষ ধরনের তেলের প্রলেপ। বাজারে নতুন এসেছে সবুজ হলুদ কমলা।

একেবারে তেল চুইয়ে পড়ছে। চকচকে কমলাগুলে হাতে নিলে তেল জড়িয়ে যায়। নাকের কাছে নিয়েও বুঝে ওঠা যায় না কি তেল সেটি।

কমলাঅলাকে আলটপকা বললাম তেল ছাড়া কমলা হবে? তিনি বললেন, হবে, তবে দামটা বেশি। সত্তর টাকা বেশি দিয়ে এক ডজন তেলছাড়া কমলা কিনে ফলঅলাকে বললাম,

এটি কিসের তেল? উনি বললেন, ধরেন মোমের মতোই একটা জিনিস। কমলার ভেতরে যদি পচেও যায়, খোসা এমন চকচকেই থাকবে। বললাম, খুব ভালো।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন