১১ বছর ধরে শিকলে বাঁধা জীবন বাসন্তির

  07-03-2018 01:52PM

পিএনএস ডেস্ক: পঞ্চগড়ে মানসিক সমস্যার কারণে প্রায় এক যুগ ধরে শিকলে বাঁধা জীবন কাটছে বাসন্তি রানী নামে এক নারীর। শীর্ণ ও রোগাক্রান্ত বাসন্তি শুধু ফ্যালফ্যাল করে মায়াবী চোখে তাকিয়ে থাকে চারদিক।

নিখোঁজ হওয়ার হাত থেকে রক্ষা পেতে মাতৃহারা এ নারীকে শিকলে বেঁধে রাখা হয় বলে জানান স্বজনরা। এ অবস্থায়, তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর হাট গ্রামে ১১ বছর ধরে এভাবেই শিকলে বাঁধা জীবন কাটছে বাসন্তির। মা হারা এই মেয়েটির অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মানসিক ভারসাম্য হারায় বলে জানায় স্বজনরা। কেউ কাছে গেলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটি। অর্থের অভাবে চিকিৎসা করা সম্ভব হয়নি বলে জানায় তার পরিবার।

এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তিন ভাই বোনের মধ্যে বাসন্তি রাণী সবার ছোট। তার বাবা পেশায় একজন কামার।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন