বেনাপোলে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

  13-04-2018 07:19PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা শুক্রবার সকালে বেনাপোল ও শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে হুন্ডির ২৭ লাখ টাকা, সাড়ে ৫ মন গাজা ও ১২’শ বোতল ফেনসিডিলসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে। এসময় ৫টি বাইসাইকেল জব্দ করা হয় ।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হুন্ডির চালান পাচার করা হচ্ছে। সকালে রঘুনাথপুর সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ৫মন গাঁজা জব্দ করা হয়। বেনাপোল বাজার এলাকা থেকে ২২ লাখ টাকাসহ আটক করা হয় হুন্ডি ব্যবসায়ি আব্দুর রহিমকে। সে ডুপপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।

২১ বিজিবি অধিনায়ক তারিকুল হাকিম জানান গোগা সীমান্তের বালুন্ডা এলাকা থেকে ১২’শ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় নুরুজামানকে। সে বারপোতা গ্রামের তিনু মোড়লের ছেলে। অপরদিকে পুটখালি সীমান্ত থেকে হুন্ডির ৫ লাখ টাকাসহ আটক করা হয় মশিয়ার রহমানকে। সে বারপোতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সীমান্তে বিজিরি নজর দারী বৃদ্ধি করায় একের পর এক চোরাচালান আটক হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন