বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাইয়ের অভিযোগে ২ জনের কারাদণ্ড

  15-04-2018 09:32PM

পিএনএস ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাই করার অপরাধে ২ জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দি উদ্যানের গেটের ভেতরে ছিনতাইকালে দুই ব্যক্তিকে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হল রাসেল আহমেদ (২৫) ও সোহেল রানা (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোউয়ার আলম বলেন: ‘সাপুড়ে ওমর ফারুকের প্রায় এগারশ’ টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছিল। সেসময় ওমর ফারুক চিৎকার করলে সাধারণ জনতা ঘিরে ধরে ছিনতাইকারী দু’জনকে।

‘এসময় উপস্থিত জনতা পূর্ব থেকেই নিরাপত্তার দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতকে বিষয়টি অবহিত করলে, ভ্রাম্যমাণ আদালত তাদের দু’জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়’, বলেন র‌্যাব ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন