বাড্ডায় আওয়ামী লীগের দু’পক্ষে গোলাগুলি, নিহত ১

  22-04-2018 08:23PM

পিএনএস ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকায় আজ বিকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও গুলিবিদ্ধ পাঁচজন।
এছাড়া ১০-১২ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান দুখু।

পুলিশ সূত্র জানায়, বেরাইদ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের অধীনে গিয়েছে। আগামী সিটি কর্পোরেশন কাউন্সিলর মনোনয় নিয়ে ফারুক গ্রুপ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে রিরোধ চলছিল। এর সূত্র ধরে দুই গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে গণ্ডগোল চলে আসছে। এর জের ধরে আজ বিকাল ৫টার দিকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর গ্রুপের কামরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ভাটারা থানার বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

ঘটনার পর পরই ঘটনাস্থলে গিয়েছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। আজ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক দিন ধরেই এই দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। সেই জের ধরেই আজকের এ সংঘর্ষ। নিহত দুখুর লাশ অ্যাপোলো হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন