বিমানের সিটের নিচে সোয়া ৯ কেজি স্বর্ণ

  26-04-2018 09:08PM

পিএনএস ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর একটি বিমানের সিটের নিচ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে নেপাল থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, নেপাল থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৭২ বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বিমানের সিট নম্বর ১৯বি ও ১৯সি-এর নিচে স্কচটেপ মোড়ানো চারটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোর ভেতরে ছিল ৮০টি স্বর্ণবার, যার মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণে বাজারমূল্য ৪ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা করা হয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন