ঝালকাঠিতে ৫১ বস্তা পলিথিন জব্দ

  23-05-2018 09:49PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ৫১ বস্তা পলিথিন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার বিকেলে সদর উপজেলার কীর্ত্তিপাশা মোড় থেকে পলিথিনগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে পলিথিন ব্যবসায়ী ওসমান খানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ পলিথিনগুলো পার্শ্ববর্তী একটি বালুর মাঠে পোড়ানো হয়।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান, রাজাপুর উপজেলার কেওতা গ্রামের ওসমান খান নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করেন। রাজাপুর থেকে একটি ভ্যানগাড়িতে করে তিনি দুইলাখ টাকা মূল্যের ৫১ বস্তা পলিথিন ঝালকাঠি শহরে নিয়ে আসছিলেন। ভ্যানগাড়িটি কীর্ত্তিপাশা মোড়ে আসলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পলিথিনগুলো জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী উপস্থিত হয়ে পলিথিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। নিষিদ্ধ পলিথিনগুলো স্থানীয় বালুর মাঠে জনসম্মুখে পোড়ানো হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন