বাসে ইফতারে চেতনানাশক ওষুধ মিশিয়ে লুট

  28-05-2018 01:38AM

পিএনএস ডেস্ক: খাবার খাইয়ে বা অন্য কোনো উপায়ে অজ্ঞান করে সঙ্গে থাকা মালামাল বা টাকা লুটের অভিযোগে ৩২ জন এবং ছিনতাইয়ের অভিযোগে ২৯ জন গ্রেপ্তার।

রবিবার ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞান পার্টির সদস্যরা জানান, ইফতারের সময় বাসে থাকা যাত্রীরাই তাদের লক্ষ্যবস্তু ছিলেন।
ইফতারের ডাব, পানি ও জুস ইত্যাদি খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে যাত্রীদের অজ্ঞান করে মালামাল হাতিয়ে নিত দুর্বৃত্তরা।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, অজ্ঞান পার্টির সদস্যদের শ্যামলী, জুরাইন, কমলাপুর ও নিউমার্কেট থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ছিনতাইয়ে জড়িতদেরকে ধরা হয়েছে গুলিস্থান, নিউমার্কেট ও শাহবাগ এলাকা থেকে। এরা মূলত ঈদের কেনাকাটা করতে আসা মানুষদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিত।

এরা মানুষের মুখে ও চোখে চেতনানাশক মলম লাগিয়ে দিয়ে ছিনতাই করত-বলছেন গোয়েন্দা কর্মকর্তা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন