স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে দেয়ায় বাবাসহ ইউপি মেম্বার জেলহাজতে

  05-06-2018 03:44PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : অপ্রাপ্ত বয়স্ক স্কুলপড়ুয়া মেয়েকে বয়স বাড়িয়ে বিয়ে দেয়ার দায়ে জেলহাজতে পাঠানো হয়েছে মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে। এই ঘটনা ঘটেছে জেলার তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের আরাজি একতারপুর গ্রামে। আটককৃত দুইজনকে আজ মঙ্গলবার দুপুরে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার আরাজি একতারপুর গ্রামের মৃত নুরুর পুত্র মেয়ের বাবা সাইদুল ইসলাম (৪০) ও তার সহযোগী উপজেলার বারদিবা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র সাবেক ইউপি মেম্বার লুৎফর রহমান (৪৫)।

এছাড়া অন্যান্য আসামীরা হলেন, বর ইমন (২০), প্রতিবেশী আলতাব হোসেন(৩৫) ও মৌলভী সুমন(৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল ইসলাম বলেন, আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে ৫জনকে আসামী করে মামলা করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন সোমবার ওই মামলা করেন। আজ আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন