আখাউড়ায় মাদক ও নগদ টাকাসহ শীর্ষ দুই মাদক বিক্রেতা আটক

  08-06-2018 07:56PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়ায় উপজেলা বিপুল পরিমান মাদক ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ডালিম ও সোহেলকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাতে আখাউড়া মনিয়ন্দের ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাগুটিয়া ফাড়ির বিজিবি সদস্যরা সীমান্তের ২০১৭ পিলার বরাবর মাদক বিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মো: ডালিম মিয়া (৩৭) ও সোহেল রানা (২৮)কে আটক করে। তাদেরকে তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা পাওয়া যায়। পরে আটককৃতদের আখাউড়া থানা পুলিশের নিকট সোর্পদ করে বিজিবি।

স্থানীয় সূত্রে জানাগেছে, ডালিম ও সোহেল রানা আখাউড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদেরকে আটক করতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে খোজছে। আটককৃত দুইজনের বাড়ি আখাউড়া মনিয়ন্দ গ্রামের সীমান্তবর্তী শিবনগর গ্রামে। ডালিমের বাবার নাম মৃত তারা মিয়া ও সোহেলের বাবার নাম মৃত তালু মিয়া।

ঘাগুটিয়া বিজিবি ফাড়ির হাবিলদার মো: ওসমান গণি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন