সুন্দরগঞ্জে ৪৩টি মাদক মামলায় গ্রেফতার ৪৭

  11-06-2018 03:16PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে আঃ মতিন সরকার : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ গত দেড় মাসে ৪৩টি মাদক মামলায় ৪৭ জন আসামিকে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রীর বিশেষ নিদের্শনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন উপজেলায় কমবেশি মাদক মামলার আসামি গ্রেফতার করছে পুলিশ।

গত ১ মে হতে ১০ জুন পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। সেই সাথে ২ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৬৫৪ পিচ ইয়াবা এবং ১ গ্রাম হিরোইন জব্দ করে। মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে মাদক কারবারির গড ফাদাররা অনেকে পালিয়ে রয়েছে। বিশেষ করে উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশন, খোর্দ্দা, লাটশালা, হরিপুর ও লাল চামাড় খেয়াঘাট হচ্ছে মাদকের রুট।

ওই সব পথ দিয়ে ভারত হতে মাদক উপজেলায় আসছে। ওসি এসএম আব্দুস সোবহান জানান- ইতিমধ্যে উপজেলা ৪৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করা সম্ভব হবে। ওসি উপজেলার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন