বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ

  21-07-2018 12:55PM


পিএনএস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে শিরিন আক্তার নামে এক যাত্রীর কাছ থেকে ওষুধগুলো জব্দ করা হয়। যার পাসপোর্ট নং বিজে- ০৫০৬ ৪৮৬।


জব্দ ওষুধগুলোর মধ্যে সর্বমোট ৬ ধরনের ৪৫৭৩ পিস ওষুধ , ইনজেকশন ও ইনসুলিন রয়েছে। এসব ওষুধ হৃদরোগ, ডায়াবেটিকস, ব্লাড ক্যান্সার ও মহিলাদের বন্ধ্যত্ব জনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।

তিনি দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক সাড়ে ১০টায় অবতরণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।

যাত্রী ৪ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা ২ টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো জব্দ করা হয়।

আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায়না।

জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন