ফেসবুকে উসকানিমূলক দেওয়াই কারাগারে স্কুল শিক্ষিকা

  05-08-2018 07:39PM

পিএনএস ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার স্কুল চলাকালীন তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষিকার নাম নুসরাত জাহান সোনিয়া। তিনি পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তার বাড়ি কলাপাড়া উপজেলার নেছারাবাদ গ্রামে।

কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই শিক্ষিকার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

আইসিটি আইনের ৫৭ ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করে কলাপাড়া থানা পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন