রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  19-09-2018 05:26PM

পিএনএস : রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে আবদুল কুদ্দুশ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কুদ্দুশ রাজশাহীর বাগমারা উপজেলার সাইধারা গ্রামের মেহের আলীর ছেলে। এ মামলায় কুদ্দুশের মা মাসেকা বেওয়াসহ (৫০) আরও তিনজন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০০৫ সালের দিকে নওগাঁর মান্দা উপজেলার শিলগ্রামের আক্কাছ আলী প্রামানিকের মেয়ে শামিমা আক্তারের (২৪) বিয়ে হয়। বিয়ের পর আক্কাছ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন।

২০১১ সালের ৪ নভেম্বর আক্কাছ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি তিনি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন শামিমা আক্তারের বাবা আক্কাছ আলী। পরে ময়নাতদন্তের প্রতিবেদনেও হত্যার বিষয়টি উঠে আসে। পরবর্তীতে আদালতে মামলাটির বিচার কাজ শুরু হয়। আসামিদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করলেন। রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন আইনজীবী ইসমত আরা।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পরিদর্শক খুরশীদা বানু কনা জানান, রায় ঘোষণার সময় চার আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা। তিনি বলেন, অন্য তিনজন খালাস পাওয়াটা ঠিক আছে। তবে আসামি কুদ্দুস ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন