অস্ত্রের ঠেকিয়ে নারী বিসিএস ক্যাডারকে অপহরণ!

  20-09-2018 03:08PM

পিএনএস ডেস্ক : জেলার কেন্দুয়া উপজেলায় ৩৭তম বিসিএসে উত্তীর্ণ তাসলীমা সিনথিয়াকে অপহরণের অভিযোগে মামলা করেছে তার পরিবার।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অপহৃতের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অপহৃত সিনথিয়া কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার সুলতান আহমদের মেয়ে।

মামলায় কেন্দুয়া পৌরসভার প্রয়াত মেয়র আব্দুল হক ভুঁইয়ার ছোট ছেলে রাতুল হাসান বাবুকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- কেন্দুয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক ভুঁইয়ার ছেলে সাফিম, মুক্তিযোদ্ধা হাদিস মিয়ার ছেলে জুনায়েদ ও তার ভাই পুলক এবং কাউরাট গ্রামের মোজাম্মেল হকসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উল্লিখিত আসামিদের সহযোগিতায় অস্ত্রের মুখে জিম্মি করে রাতুল হাসান বাবু সিনথিয়াকে সিএনজিতে তুলে নিয়ে যায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতাকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন